হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Chander Shohor Lyrics (চাঁদের শহর) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Chander Shohor Lyrics In Bengali
যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবি টুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল।
যদি জানো তুমি চাবির হদিস
চলো পালাবো খুব ভোরে,
নবাগত কোনো পথের কোলাজে
অনাবিষ্কৃত ম্যাপ ধরে।
বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
দিচ্ছে করে নিলাম,
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম।
চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
পাখিদের গান গাই,
দমবন্ধ জীবনটাকে তুমি
করে রেখে যেও দায়ী।
রূটিনের নেশা কাটিয়ে
চলো খুঁজি সেই মধুমাস,
তুমি কম্পাসে চোখ রাখো আর
আমি হবু কলম্বাস ..
যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল।
Chander Shohor In English
Jodi jao tumi chander shohor
Amakeo sathe niyo
Ojanar dike je poth lukono
Tar chabi tuku khunje diyo
Thor bori khara dharapate
Protidini sadharon
Majhe shudhu chaye chumuke
Torker dabanol
Jodi jano tumi chabir hodis
Cholo palabo khub bhore
Nobagoto kono pother colaje
Onabiskrito map dhore
Chander Shohor Song Details
- Song : Chander Shohor
- vocal, Pads & Rock organ : Pritam Das
- Lyrics : Kritee Roy
- composition & Direction : Pritam Das
- Guitars : Suman Ghosh
- Drums : Biswajyoti chakraborty
- Bass guitar : Suman Ghosh & Pritam Das
- Screenplay : Pritam & Suman
- Video editing & vfx : Suman Ghosh
- Label : Taalpatar Shepai
Tags:
Lyrics