হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Chitatei Sob Sesh Lyrics (চিতাতেই সব শেষ) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Chitatei Sob Sesh Lyrics In Bengali
এই তো জীবন,
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ।
এইতো জীবন..
কেন দিসরে চুমুক তবে বিষয়ের বিষে,
সবি তো ধূলোয় যাবে মিশে।
থাকবেনা গায়ে তোর
ঝলমলে দামী ওই বেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন ..
সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এইতো জীবন..
Chitatei Sob Sesh In English
Eito jibon hingsha bibad lobh
Khobh biddesh
Chitaatei shob shesh
Haay chitatei shob sesh
Eito jiban
Keno disre chumuk
Tobe bishoyer bishe
Sobi to dhuloy jaabe mishe
Thakbena gaaye tor
Jholmole daami oi besh
Chitatei shob shesh
Chitaatei sob sesh
Chitatei Sob Sesh Song Details
- Song : Ei To Jiban Chitaatei Sob Sesh
- Movie Name : Amar Kantak (1986)
- Singer : Kishore Kumar
- Music : Ajoy Das
- Lyricist : Gauri Prasanna Majumdar
- Director : Sukhen Das
- Label : Angel Digital
Tags:
Lyrics