হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Dari Koma Lyrics (দাড়ি কমা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Dari Koma Lyrics In Bengali
আমায় নিয়ে হাজার অভিযোগ
তোমার মনে জমা,
তোমায় ভালোবাসার জন্য
নেই কোনো দাড়ি কমা।
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
কত সময় বয়ে গেল ঘড়ির কাঁটা ধরে
অপেক্ষা বাড়ছে শুধু হাজার মুখের ভিড়ে।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
জানি সবি ভুলে যাবে আমিও হবো পুরনো
ধূলো জমা তোমার স্মৃতি
যত্নে রাখি এখনো।
বাধা নেই ভুলে যেতে পারো আমায়
আমি না থাকায় কি বা আসে যায়,
তোমার ভালো লাগায় আমি অপ্রিয়
আমি তোমায় ভালবাসি তবুও।
Dari Koma In English
Amay niye hajar ovijog
Tomar mone joma,
Tomay bhalobashar jonno
Nei kono dari koma
Tomar valo lagay ami opriyo
Ami tomay valobashi tobuo
Koto somoy boye gelo
Ghorir kata dhore
Opekkha barche shudhu
Hajar mukher bhire
Badha nei bhule jete paro amay
Ami na thakay ki ba ashe jay
Jani sobi bhule jabe
Amio hobo purono
Dhulo joma tomar smriti
Jotne rakhi ekhono
Dari Koma Song Details
- Song : Dari Koma
- Singer : Shiekh Sadi
- Music : Ahmmed Humayun
- Tune : Asif Shahriar
- Lyrics : Mehedi Hasan Limon
- Direction : Shiekh Sadi & Muhtasim Taqi
- Cinematography : Zahid Hossain
- Flute : Ayon Islam Oli
- Edit & Color : Rejaul Raju
- Producer : Shiekh Sadi
Tags:
Lyrics