হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Deho Khacha Lyrics (দেহ খাঁচা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Deho Khacha Lyrics In Bengali
একদিন দেহ খাঁচা ছাড়িয়া
পাখি যাবে উড়িয়া,
দেহ খাঁচা ছাড়িয়া প্রাণখানি যাবে উড়িয়া
মাটির উপর শুন্য খাঁচা থাকবে যে পড়ে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে,
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।
রঙ পালিশের দামি গাড়ি
আছে যত অর্থ কড়ি,
হবে যেদিন সমন জারি
ছাড়তে হবে ভবের বাড়ি।
আপন আপন কেউ কারো নয়
পুলসিরাতের আছেনি ভয়,
আপন আপন কেউ কারো নয়
পুলসিরাতের আছেনি ভয়,
মিছে মায়া কইরো না এই সংসারে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে,
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।
বন্ধু বান্ধব মাতা পিতা
স্ত্রী পুত্র ভগ্নী ভ্রাতা,
মিছে ভাবো তাদের কথা
বুঝে না রে তোমার ব্যথা।
কেউ যাবে না তোমার সাথে
একলা একা যেতে হবে,
কেউ যাবে না তোমার সাথে
একলা একা যেতে হবে,
হিসাব তোমার চাহিবে উপরে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
আপন স্বার্থে মত্ত হয়ে
যতই করো ছলাকলা,
ডুবিলে জীবন ভেলা
সাঙ্গ হবে রঙ্গমেলা।
হৃদয় করে তোমার আশা
দয়াল তুমি শেষ ভরসা,
হৃদয় করে তোমার আশা
দয়াল তুমি শেষ ভরসা,
তরাইও পড়িলে ফেরে..
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে
ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।
Deho Khacha In English
Ekdin deho khacha chariya
Pakhi jabe uriya
Deho khacha chariya
praanpakhi jabe uriya
Matir upor shunno khacha thakbe je pori
O mono re somoy thakte dako dayal re
O mon re shomoy thakte dako dayal re
Deho Khacha Song Details
- Song : Deho Khacha
- Singer : Rajib Shah
- Lyrics : H P Hridoy
- Tune & Music : S Ruhul
- Label : Agniveena
Tags:
Lyrics