হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Hridpinder Taan Lyrics (হৃদপিণ্ডের টান) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Hridpinder Taan Lyrics In Bengali
সন্ধ্যে হলো, ফিরে আয়
নিজের কাছে এই ঘরের কোনায়,
প্রশ্ন যত নীরব হাওয়ায়
উত্তর সব তোর দু'ডানায়।
রোজ বাঁধি বুক, হাত বাঁধা প্রাণ
চোখের কোনে মেঘ সে আবহমান,
জানিনা কতটা ঠিক মনে আছে তোর
রংতুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর,
আশা গোনে দিন, কুয়াশায় স্নান
কান পেতে শোনে হৃদপিণ্ডের টান।
মুখ ঢাকা ঘুমে, এই দূর মরশুমে
তোর লিখে রাখা নাম টুকু থাক,
এক নিমেষে এ জীবন ভালোবেসে
আমি শুনে নেবো আদরের ডাক।
হাতে হাত রাখা হয়নি বহুদিন
অভিমানে জেগে আছে রাত,
সবটুকু চাই, কিভাবে যে পাই
তোকে কি করে বোঝাই?
জানিনা কতটা ঠিক মনে আছে তোর
রংতুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর,
আশা গোনে দিন, কুয়াশায় স্নান
কান পেতে শোনে হৃদপিণ্ডের টান।
Hridpinder Taan In English
Sondhe holo phire aay
Nijer kache ei ghorer konay
Proshno joto nirob haway
Uttor sob tor du'danay
Janina kotota thik mone ache tor
Rontuli makha din raat chuye bhor
Asha gone din kuashay snan
Kaan pete shone hridpinder taan
Hridpinder Taan Song Details
- Song : Hridpinder Taan
- Film Name : Hridpindo
- Singer : Durnibar Saha
- Lyricist : Ranajoy Bhattacharjee
- Directed by : Shieladitya Moulick
- Label : SVF
Tags:
Lyrics