হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jodi Khub Bhalobeshe Felo Lyrics (যদি খুব ভালোবেসে ফেলো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jodi Khub Bhalobeshe Felo Lyrics In Bengali
যদি খুব ভালোবেসে ফেলো, আমাকে
তবে ভালোবেসো আমার প্রিয় গান কে,
যদি খুব কাছে পেতে চাও, আমাকে
তবে ডেকে নিও তোমার সুরে সুরে।
কাছে এসে ছুঁয়ে যাওয়া, ভালোবাসা নয়
মন দিয়ে, মন ছুঁয়ে ভালোবাসা হয়।
যোদি খুব ভালোবেসে ফেলো, আমাকে
গলা ছেড়ে গান গাও আমার সাথে,
যোদি খুব কাছে পেতে চাও, আমাকে
চোখবুজে চলে এসো সাগর ধারে।
সুরে সুরে শিহরণে ডুব সাঁতারে
খুঁজে পাবে মাদকতা, নিঃশ্বাস জুড়ে।
Jodi Khub Bhalobeshe Felo In English
Jodi khub bhalobese felo amake
Tobe valobesho amar priyo gaan ke
Jodi khub kache pete chao amake
Tobe deke niyo tomar sure sure
Kache ese chuye jaowa valobasha noy
Mon diye mon chuye bhalobasha hoy
Jodi Khub Bhalobeshe Felo Song Details
- Song : Jodi Khub Bhalobeshe Felo
- Singer : Borno Chakroborty
- Words, Tune, Music & Direction : Borno Chakroborty
- D.O.P : Shafayet Badhon
- Edit & Color : Shafayet Badhon
- Label : HUEZ STUDIO
Tags:
Lyrics