হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jontrona Lyrics (যন্ত্রণা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jontrona Lyrics In Bengali
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন যন্ত্রণার অন্ত নেই।
মন থেকে কী করে
ভুলে যাব তোমার এ ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে,
যন্ত্রণার অন্ত নেই,
যন্ত্রণার অন্ত নেই..
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি,
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি,
কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো ..
অসমাপ্ত।..
মন থেকে কী করে
ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে,
যন্ত্রণার অন্ত নেই,
যন্ত্রণার অন্ত নেই ....
Jontrona In English
Amar chokhe sobkichu jhapsa mone hoy
Amar mone sob kichu keno elomelo lage
Diner shuru theke vabi sudhu tomay niye
Mone tobu ek kothin jontronar onto nei
Mon theke ki kore bhule jabo tomar e chobi
Ei anubhuti theke chute jabo kobe
Jantranar Anto Nei
Jontronar Anto nei
Jontrona Song Details
- Song Name : Jontrona
- Movie Name : Nodorai
- Vocal, Music, Lyrics & Produced by : Mohon Sharif
- Master Engineer : Amit Chaterjee
- Director : Taneem Rahman Angshu
- DOP : Sumon Sarker
- EP : Xefer Rahman
- Production of Show Motion Limited (STAR Cineplex)
Tags:
Lyrics