হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Kaacher Bhromor Lyrics (কাছের ভ্রমর) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Kaacher Bhromor Lyrics In Bengali
আমার মনের ক্ষত
উঠবে কি আর সেরে?
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
কবেই গেছে ছেড়ে।
আমার নামেই যত
প্রাণের কথা সেরে,
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
কবেই গেছে ছেড়ে,
কবেই গেছে ছেড়ে।
মন পিছু ফিরে তার কাছে যাবে,
সে তো জানেই, আমায় পাশে পাবে,
সে তো ডাকলোনা, পাশে থাকলোনা,
তাকে বোঝাই কিভাবে?
মনে'মনে সে কি চাইতো আমাকে?
একাকী সে আজও কার ছবি আঁকে?
মন জানল না, বাধা মানল না,
হারিয়েছি তাকে।
পুরনো অভ্যেসে, সবাই ফিরে আসে,
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
নেই যে আমার পাশে।
আমার মনের ক্ষত,
উঠবে কি আর সেরে?
বন্ধু রে মোর, কাছের ভ্রমর,
কবেই গেছে ছেড়ে।
Kaacher Bhromor In English
Amar moner khoto
Uthbe ki aar sere
Bondhu re mon kacher vromor
Kobei geche chere
Amar namei joto praaner kotha sere
Bondhu re mon kacher bhromor
Kobei geche chere
Kaacher Bhromor Song Details
- Song Name : Kaacher Bhromor
- Singer : Moitry Chakraborty
- Additional Vocal : Pijush Das
- Music & Lyrics : Pijush Das
- Director : Krish Bose
- Producer : The Bong Media
- Edit & Color : Sanjoy Dasgupta
- DOP : Subhajit Sil
- Chief AD : Supayan Das.
- Label : The Bong Studio
Tags:
Lyrics