হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Maya Cycle Lyrics (মায়া সাইকেল) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Maya Cycle Lyrics In Bengali
দেখা যাক, দেখা
যত দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন।
রেখা, জলের মতো একা
দেখি কতদূর সয়, কেমন করে রয়।
রাখো এইখানে হাত, সাত আর পাঁচ
তবে চল ভেবে দেখা যাক।
পথের দৃশ্য শেষে
কিছু ছবির মতো দিন,
পাতার সংসার কিছু আলোর ইশারা,
পাতার সংসার কিছু আলোর ইশারা।
ঘুমের রেস্তোরা, রাখো এইখানে ঠোঁট,
নির্লোভ, জমে থাকা ভোর,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন ..
দেখা যাক, দেখা
যত দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান।
Maya Cycle In English
Dekha jaak, dekha
Joto dur jete chaay jaak
Tumi thako, rakho
Ei nai hoye jaowa shunnosthan
Horiner gaa maya cycle
Nijhum brindabon
Rekha joler moto eka
Dekhi kotodur soy kemon kore roy
Rakho eikhane haat saat aar panch
Tobe cholo vebe dekha jaak
Pother drissho sheshe
Kichu chobir moto din
Patar songshar kichu aalor ishara
Ghumer restora rakho eikhane thot
Nirlobh jome thaka bhor
Maya Cycle Song Details
- Song : Maya Cycle
- Band : Meghdol
- Album : Aluminium Er Dana
- Lyrics : Shibu Kumer Shill
- Composition : Rasheed Sharif Shoaib &
- Shibu Kumer Shill
Tags:
Lyrics