হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Mayare Lyrics (মায়ারে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Mayare Lyrics In Bengali
মায়ারে, মায়ারে
মায়ারে তুই আমার সাদা বক,
মায়ারে, মায়ারে
মায়ারে তুই ধানের সুনীল চক।
তুই যে চোখের কোলের নাইয়া
হো.. নদীর জলে ফেলি ছায়া,
হো.. ঢেউয়ের সঙ্গে বাঁধিয়াছি
এ প্রেমের কায়া।
আমার বুকে ভাসা তুই নাইয়া
যা রে জীবন যা কূলে বাইয়া রে,
আমার বুকে ভাসা তুই নাইয়া
যা রে জীবন যা কূলে বাইয়া রে।
মায়া রে, মায়া রে
মায়া রে তুই আমার সাদা বক।
এ মায়া যে পাখির ছানা
আছে তাহার আজব ডানা,
যখন সে হাওয়ায় দেয় উড়াল
এ জীবন চাই না রে পাওয়া।
শূন্যে থাকি সব শূন্য পড়িয়া
ভাটির দেহে যারে হারাইয়া।
আমার বুকে ভাসা তুই নাইয়া
যা রে জীবন যা কূলে বাইয়া রে,
আমার বুকে ভাসা তুই নাইয়া
যা রে জীবন যা কূলে বাইয়া রে।
মায়া রে, মায়া রে
মায়া রে তুই আমার সাদা বক।
Mayare In English
Mayare Mayare
Mayare tui amar sada bok
Maya re Maya re
Mayare tui dhaner sunil chok
Tui je chokher koler naiya
Nodir jole feli chaya
Dheuer songge badhiyachi
E premer kaya
Amar buke vasa tui naiya
Ja re jibon ja kule baiya re
Mayare Song Details
- Song : Mayare
- Movie : Maya The Lost Mother
- Singer : Oyshee
- Lyrics : Masud Pathik
- Tune & Compose : Emon Chowdhory
- Produced & Directed by : Masud Pathik
- Label : G-Series
Tags:
Lyrics