হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Mon Theke Bolini Lyrics (মন থেকে বলিনি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Mon Theke Bolini Lyrics In Bengali
তুমি ছাড়া ভালো আছি
যতই তা বোঝাই,
আসলে কি তুমি ছাড়া
ভালো থাকা যায়।
তোমাকে যে আর আমি
ভালোবাসি না একদমই
মন থেকে বলিনি কোন দিনই,
তুমি ছাড়া কখনো কি
ভালো থাকা যায়।
কতকিছু বলে ফেলি, অভিমান হলে
সব কথা তার ধরে নিলে
জীবন কি চলে।
অভিমানী আমিটাতো
আমার আমি না তো
চোখ দেখে তুমি কি, বোঝ নি ?
তুমি ছাড়া কখনো কি
ভালো থাকা যায়।
তুমি ছাড়া দিন চলে না
একটাও যে আমার,
এতদিনে বোঝনি কি, জায়গাটা তোমার।
তোমাকে যে আর আমি
ভালোবাসি না কদমই
মন থেকে বলিনি কোন দিনই,
তুমি ছাড়া কখনো কি
ভালো থাকা যায়।
Mon Theke Bolini In English
Tumi chara bhalo achi
Jotoi taa bojhai
Asole ki tumi chara
Bhalo thaka jaay
Tomake je aar ami
Valobashi na Ekdomi
Mon theke bolini kono dini
Tumi chara kokhono ki
Bhalo thaka jaay
Kotokichu bole feli obhiman hole
Sob kotha tar dhore nile
Jibon ki chole
Mon Theke Bolini Song Details
- Song : Mon Theke Bolini
- Drama : Pashapashi Bebodhan
- Singer : Imran Mahmudul
- Lyrics & Tune : Snashish Ghosh
- Music : Rezwan Sheikh
- Direction : B.U. Shuvo
- DOP : Asaduzzaman Asad
- Edit & Color : Mohammad Raju
- Dedicated : RingID Presents
- Label : Suranjoli
Tags:
Lyrics