হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Mukhomukh Lyrics (মুখোমুখি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Mukhomukh Lyrics In Bengali
যদি পারো থাকো আরও
থাকো আমার পাশে,
আবার দেখা হয় না হয়
এ দিন যদি আর না আসে।
যদি পারো থাকো আরও
থাকো আমার পাশে।
যতক্ষণ, এ মুখোমুখি রয়েছি দুজন
যতক্ষণ, এ মুখোমুখি রয়েছি দুজন
ও ততক্ষন দেখি তোমায় বলছে এই মন।
আজও মন, অবচেতন, তোমায় ভালোবাসে
যদি পারো থাকো আরও
থাকো আমারই পাশে।
না পাওয়ার,
এ ভেসে যাওয়া চোখেরই শ্রাবন
না পাওয়ার,
এ ভেসে যাওয়া চোখেরই শ্রাবন
ও বলে যায় এখনো কতটা আপন।
ভেজা চোখ, অপলক, কান্নার পরও হাসে
যদি পারো থাকো আরো
থাকো আমার পাশে।
যদি পারো থাকো আরও
থাকো আমার পাশে,
আবার দেখা হয় না হয়
এদিন যদি আর না আসে।
যদি পারো থাকো আরও
থাকো আমার পাশে।
Mukhomukh In English
Jodi paro thako aaro
Thako amar pashe
Abar dekha hoy na hoy
E din jodi aar na ashe
Jotokhon e mukhomukhi royechi dujona
Totokhon dekhi tomay bolche e mon
Aajo mon obocheton tomay valobashe
Mukhomukh Song Details
- Song : Mukhomukhi
- Singer :Sutapa Mondal
- Lyrics : Kabir Bakul
- Tune : Kumar Bishwajit
- Music : Meer Masum & Kishore
- Video Director : Kamrul Hasan Imran
- Production : GaanChobi Entertainment
Tags:
Lyrics