হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Muktiro Mondiro Shopano Tole Lyrics (মুক্তির মন্দির সোপানতলে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Muktiro Mondiro Shopano Tole Lyrics In Bengali
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা,
তারা কি ফিরিবে আজ
তারা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
আজি রক্ত কমলে গাঁথা..
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
Muktiro Mondiro Shopano Tole In English
Muktiro Mandiro Sopantale
Koto praan holo bolidaan
Lekha ache ashrujole
Koto biplobi bondhur rokte ranga
Bondishalar oi shikol vanga
Tara ki firibe aaj suprabhate
Joto tarun arun geche ostachole
Muktiro Mondiro Sopantole
Koto pran holo bolidan
Lekha ache oshrujole
Muktiro Mondiro Shopano Tole Song Details
- Song : Muktir Mandir Sopantale
- Vocal & Tune : Krishna Chandra Dey
- Lyrics : Mohini Chowdhury
- Mood : Patriotic
- Theme : Motherland
Tags:
Lyrics