হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Nayan Tomare Pay Na Dekhite Lyrics (নয়ন তোমারে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Nayan Tomare Pay Na Dekhite Lyrics In Bengali
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে।
বাসনার বশে মন অবিরত
ধায় দশ-দিশে পাগলেরও মত,
স্থির আঁখি তুমি, মরমে সতত
জাগিছো শয়নে স্বপনে,
রয়েছ নয়নে নয়নে।
সবাই ছেড়েছে নাই যার কেহ
তুমি আছো তার আছে তব স্নেহ,
নিরাশ্রয় জন পথ যার গেহ
সেও আছে তব ভবনে,
সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথী নাই আর
সমুখে আনন্ত জীবন বিস্তার,
কাল পারাবার করিতেছ পার
কেহ নাই জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে।
জানি শুধু তুমি আছো তাই
আছি তুমি প্রানময়,
তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরও তত যাচি
যত জানি তত জানিনে,
যত জানি তত জানিনে।
জানি আমি তোমায় পাবো নিরন্তর
লোক লোকান্তরে যুগ যুগান্তর,
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোন বাধা নাই ভুবনে,
রয়েছ নয়নে নয়নে।
নয়ন তোমারে পায়না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
রয়েছ নয়নে নয়নে..
Nayan Tomare Pay Na Dekhite In English
Noyon Tomare Pay Na Dekhite
Royecho noyone noyone
hridoy tomay payna janite
hridoye royecho gopone
Royecho nayane nayane
Nayan Tomare Pay Na Dekhite Song Details
- Song Name : Noyono Tomare Pay Na Dekhite
- Singer : Timir Biswas
- Written & composed by : Rabindranath Tagore
- Song Arranged by : Pranjal Das & Nabarun Bose
- Mixed & Mastered by : Shamik Guha Roy
- Written & Directed by : Vik
- DOP : Sanjib Ghosh
- Producer : Wisemonk Creative
- In-association with Abir Ghosh & Somnath Ghosh
- Music Label : Webaqoof Music
Tags:
Lyrics