হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Nischup Nirobota Lyrics (নিশ্চুপ নিরবতা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Nischup Nirobota Lyrics In Bengali
নিশ্চুপ নিরবতা
খোলা অতীতের পাতা,
ঘুণে ধরা মলাটের
পরতে পরতে ধুলোমাখা,
আমার জমে থাকা কত কথা।
কত মতাদর্শে অবুঝ সেজেছি,
কত প্রলোভনের মায়ায় মুছেছি।
সবটুকু ত্যাগ আমি মেনে নিতে পারি
বিশ্বাস মোর বিশালতায়,
তবে কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে
ফিরে যাই স্মৃতির পাতায়।
যন্ত্রমানব হয়ে দিনের কর্ম শেষে
ফিরি যখন আঙিনায়,
কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে
ফিরে যাই স্মৃতির পাতায়।
উর্বর সমতলে এখন আমার বিচরণ,
অতীতের পাতায় কিছু শিকড়ের নিদর্শন,
আমার না বলা কত কথা।
নিশ্চুপ নিরবতা
খোলা অতীতের পাতা,
ঘুণে ধরা মলাটের
পরতে পরতে ধুলোমাখা,
আমার জমে থাকা কত কথা।
Nischup Nirobota In English
Nischup Nirabata
Khola otiter pata
Ghune dhora molater
Porote porote dhulo makha
Amar jome thaka koto kotha
Koto motadorshe obujh sejechi
Koto prolobhoner mayay muchechi
Sobtuku tyag ami mene nite pari
Biswash mor bishalotay
Tobe kiser khoje nischup nirobota ele
Phire jai smritir patay
Jontromanob hoye diner kormo seshe
Firi jokhon anginay
Kisher khoje nischup nirabata ele
Phire jai sritir patay
Nischup Nirobota Song Details
- Song Name : Nischup Nirobota
- Vocal, Music & Lyrics : Tahsan Khan
- Director : Habib Shakil
- Music Label : G Series
Tags:
Lyrics