হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Nitai Kaure Chere Jabe Na Lyrics (নিতাই কাউরে ছেড়ে যাবে না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Nitai Kaure Chere Jabe Na Lyrics In Bengali
ধরো চরণ ছেড়ো না,
ধরো চরণ ছেড়ো না..
নিতাই কাউরে ছেড়ে যাবে না,
নিতাই কাউরে ছেড়ে যাবে না।
দৃঢ় বিশ্বাস করে রে মন ...
ধরগো নিতাই চাঁদের চরণ।
যদি পার হবি পার হবি তুফান,
যদি পার হবি পার হবি তুফান
অপারে কেউ থাকবে না,
অপারে কেউ থাকবেনা..
নিতাই কাউরে ছেড়ে যাবে না,
নিতাই কাউরে ছেড়ে যাবে না।
হরির নাম তরণী লয়ে
ফিরছে নিতাই নেয়ে হয়ে,
হরির নাম তরণী লয়ে
এবার ফিরছে নিতাই নেয়ে হয়ে,
ভবে এমন দয়াল কাছে পেয়ে,
ভবে এমন দয়াল কাছে পেয়ে
ও তার স্মরণ কেনে নিলে না,
ও তার স্মরণ কেনে নিলে না..
নিতাই কাউরে ছেড়ে যাবে না,
নিতাই কাউরে ছেড়ে যাবে না।
কলির জীবে হয়ে সদয় ...
পারে যেতে ডাকছে নিতাই,
কলির জীবে হয়ে সদয়
এবার পারে যেতে ডাকছে নিতাই,
ফকির লালন বলে মন চলো যাই,
ফকির লালন বলে মন চলো যাই
এমন দয়াল মিলবে না,
এমন দয়াল মিলবে না..
নিতাই কাউরে ছেড়ে যাবে না,
নিতাই কাউরে ছেড়ে যাবে না..
Nitai Kaure Chere Jabe Na In English
Dhoro choron chero na
Nitai karo chere jabe na
Driroh bishwash kore re mon
Dhorogo nitai chander choron
Jodi par hobi par hobi tufan
Opare keu thakbe na
Nitai kaure chere jabena
Nitai Kaure Chere Jabe Na Song Details
- Song Name : Nitai Kaure Chere Jabe Na
- Lyricist : Fakir Lalon Shah
- Album Name : Sada Kalo
- Singer : Abhijit Barman (Pata)
- Bangla Band : Marudyan
Tags:
Lyrics