হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Phote Je Rokto Golap Lyrics (ফোটে যে রক্ত গোলাপ) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Phote Je Rokto Golap Lyrics In Bengali
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ,
নেভাতেই প্রদীপ আমার
আসে যে ঝড়, ভেঙে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ।
কাঁচেরই মতই আমি
ভেঙে যাই আঘাতে,
পারি কোই ভাঙা জীবন
জোড়া আর লাগাতে।
হিসেবে ক্ষতি ছাড়া, পাই কতটুক
ভেঙ্গে যায় বুক।
ডাকেনা কেউতো আমায়
দুটো হাত বাড়িয়ে,
ধূ ধূ এই আঁধার আলোয়
আছি আমি হারিয়ে।
মুখোশের আড়ালেতে
ঢেকে রাখি মুখ, ভেঙ্গে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ,
নেভাতেই প্রদীপ আমার
আসে যে ঝড়, ভেঙ্গে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ।
Phote Je Rokto Golap In English
Fote je rokto golap
Chirodini tar katatei sukh
Nebhatei pradeep amar
Ashe je jhor, venge jaay buk
Phote je rokto golap
Chirodini tar katatei sukh
Kacheri motoi ami venge jai aghate
Pari koi vanga jibon jora aar lagate
Hisebe khoti chara pai kototuk
Bhenge jay buk
Phote Je Rokto Golap Song Details
- Song Name : Phote Je Rakta Golap
- Movie Name : Lal Mahal (1985)
- Singer : Kishore Kumar
- Music : Ajay Das
- Label : Saregama
Tags:
Lyrics