Rochona Lyrics | রচনা লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Rochona Lyrics (রচনা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Rochona  Lyrics | রচনা লিরিক্স
Rochona Lyrics In B
engali

আরে বলি মেয়ে তুমি রাগ কেন করো?
রাগলে তোমার কিউট-এর ডিব্বা
লাগে কেন বলো?
মুখটা ফিরিয়ে একবার তুমি
আমার কথা শোনো,
তুমি জানোনা তোমাকে ভালোবাসি কতো।

তোমায় পাশে তোমায় সাথে চাই
সারাজীবন যেন কেটে যায়,
সুখে দুঃখে যেন তোমাকে পাই।

সে তো ধারধারে না Chanel Gucci Prada
দেখতে তাকে অপরূপা কোনো মেকাপ ছাড়া,
সে তো নয় যে-সে কোনো নেশা
সন্ধে রাত আর রেড ওয়াইন এর রচনা।

রচনা...

গিটার হাতে আমি আর শুধু আমরা দু'জন
তোমার নামে লেখা গানে উৎসর্গ জীবন।

রাত কেটে চলে কথা টেলিফোনে
ভাগ্যবান লাগে তোমার সংগোপনে,
একেই কি প্রেমে পড়া বলে?
আলিঙ্গনে আমাদের গল্পের সূচনা..

তোমার মোহো-মায়াতে
হোলাম আমি নিপাত বাউন্ডুলে,
হারিয়ে তোমার আঁচলে
একি খেলা তুমি দেখালে প্রেমের?

তোমায় নিয়েই লিখেছিলাম এই রচনা
এতটা পথ হেঁটে বলোনা
হয়ে গেছো অচেনা ...
সন্ধে রাত আর রেড ওয়াইন এর রচনা।

Rochona In English

Arey boli meye tumi raag keno koro?
Ragley tomay cute er dibba
laage keno bolo
Mukh ta firiye ekbar tumi
amar kotha shono
Tumi jano na tomake valobashi koto
Tomay pashe tomay sathe chai
sarajibon jeno kete jaay
sukhe dukhe jeno tomakei pai
Se toh dhardhare na
Chanel Gucci Prada
Dekhte take oporupa
kono makeup  chara
Se toh noy je-se kono nesha
Shondhe raat ar red wine-er rochona

Rochona Song Details

  • Song : Rochona
  • Vocal, Tune & Lyrics : Raz Dee
  • Music & Directed By : Alvee Al Berunee
  • DOP : Sz Oli Ahamed Bhuiya
  • Production Management : Srabon, Fahim
  • Shahriar, Tanvir Mozumder
  • Co-ordinated By : Isha Khan Duray
  • Label : G-Series

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন