হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Sharod Prate Lyrics (শারদ প্রাতে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Sharod Prate Lyrics In Bengali
শিউলি ফোটা ভোরে
কাশের অবকাশে,
তুমি এলে শারদ প্রাতে
নতুন গানের সাথে।
উমা, জগৎ উমা, উমা, জগৎ উমা
বিবেক জ্বালো,
আমার রাত পোহালো শারদ প্রাতে,
আমার রাত পোহালো।
কালো আর আলো মিশে যায় এই দিনে
দীনতার দীন মুছে যাবে এই সার্বজনীনে।
তুমি স্পর্ধা, আগামীর দিশা,
বাঁচার পরিক্রমা।
উমা, জগৎ উমা, উমা, জগৎ উমা
বিবেক জ্বালো,
আমার রাত পোহালো শারদ প্রাতে,
আমার রাত পোহালো।
Sharod Prate In English
Shiuli fota bhore Kasher obokashe,
Tumi ele sharod prate
Notun gaaner sathe
Uma, jogot uma
Uma, jagat uma Bibek jwalo
Amar raat pohalo Sharod Prate
Amar raat pohalo.
Kalo aar aalo mishe jay ei dine
Dinotar din muche jabe
Ei sarbojonine
Tumi spordha, agamir disha
Banchar porikroma
Sharod Prate Song Details
- Song Name : Sharod Prate
- Singers : Pritam Roy & Ashmi Bose
- Lyrics & Composition : Soumya Bose
- Music Designing : Soumyajit Das
- Voice & Music dubbing : Studio SA
- Mix & Mastering: Soumya Bose
- Video Conception : Vintago Media
- Editing : Ashutosh Dastidar
Tags:
Lyrics