হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Sobar Durga Maa Lyrics (সবার দূর্গা মা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Sobar Durga Maa Lyrics In Bengali
ঢাকে যেই পড়লো কাঠি
হয়ে যায় জমজমাটি,
আলোরই খুশির রঙে সব।
ধনুচি নাচের তালে
নাচে মন সাতসকালে,
আমাদের এ দুর্গোউৎসব।
হ্যাঁ, বাংলা মাতলো আবার
পোশাকের রঙ্গীন বাহার,
ভুলে যাই আপন বা কে পর।
রমরমা মজাতে ভাই
প্রাণ খুলে নাচো সবাই,
মেতে যায় বাঙালিদের ঘর।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
মা গো তোমার আগমনে
ঘরে ঘরে খুশি থাক,
হৃদয় জুড়ে থাকলে আসিস
সব অন্ধকার দূরে যাক।
ছন্দেতে আজ মাতলো সবাই
মাতলো আবার কাশ বন,
শরতেরি মেঘের মতো
গেয়ে উঠুক সবার মন।
বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।
Sobar Durga Maa In English
Dhake jei porlo kathi
Hoye jaay jomjomati
Aalori khushir ronge son
Dhunuchi nacher taale
Nache mon saatsokale
Amader e durgoutsav
Baja re bajare baja
Dhak dhol kashor baja
Pujor saaje elo re aaj maa
Se je sobar durga ma
Sobar Durga Maa Song Details
- Song Name : Sobar Durga Maa
- Singer : Kumar Sanu
- Music & Lyrics : Shovon Ganguly
- Music Arrangement : Ranodeep Mukherjee
- Stotro : Rabin Majumdar
- Dop : Subhadeep Bag
- Choreography by : Soujit, Somali
- & team Beatbusters
- Edit : Hiranmay Biswas
- Label : Asha Audio
Tags:
Lyrics