হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Valobashi Toke Lyrics (ভালোবাসি তোকে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Valobashi Toke Lyrics In Bengali
প্রথম দেখায় কিছু হয়নি বলা
একইসাথে কখনো কভু হয়নি চলা,
তবুও ধরা দিলো প্রেম, মনে একনিমেষে
তোকে চাইনা হারাতে,
বিনিময়ে কিছুতেই ও..
ভালবাসি বলার সুযোগটা তো দে,
ভালবাসি তোকে বলার সুযোগটা তো দে,
থেকে যা না তুই আমার মিশে শত অভ্যাসে।
ছোট ছোট খুনসুটি আর মিষ্টি শাসনে
খুঁজে চলি তোকে আমার হাজার বারণে।
ছোট ছোট খুনসুটি আর মিষ্টি শাসনে
খুঁজি-ফিরি তোকে আমার হাজার বারণে।
ভালবাসি তোকে বলার সুযোগ টা তো দে,
থেকে যা না তুই আমার মিশে শত অভ্যাসে।
ঘুম থেকে উঠে তোর ওই মুখটা
পড়ে যায় খুব মনে,
বুঝে ওঠার আগেই কেন
হারালি তুই আনমনে।
ভালবাসি তোকে বলার সুযোগটা তো দে,
থেকে যানা তুই আমার মিশে শত অভ্যাসে।
Valobashi Toke In English
Prothom dekhay kichu hoyni bola
Ekisathe kokhono kobhu hoyni chola
Tobuo dhora dilo prem mone eknimeshe
Toke chaina harate binimoye kichutei
Bhalobashi toke bolar sujog ta to de
Theke ja na tui amar mishe shoto ovashe
Valobashi Toke Song Details
- Song : Bhalobashi Toke
- Drama : Flatmate
- Vocal & Tune : RB Munad
- Music : Piran Khan
- Lyrics : Tanjib Sowrov
- Direction : Navil Ahmed Ovi
- DOP : Kamrul Islam Shubho
- Edit & Color : Saif Russel
- Music Label : Ozone Entertainment
Tags:
Lyrics