হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Adorer Nouko Lyrics (আদরের নৌকো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Adorer Nouko Lyrics In Bengali
ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়,
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।
ধুয়ে যায় আদরের পথঘাট
ভেসে যায় আরামের অঞ্চল,
রেলিং এর ঘুম ঘোরে,
টুপ করে, কাঁদলো জল।
ডানা ভাঙা একলা কাক
পথ ঘেঁষে থাক একলাটি থাক।
এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়।
ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান,
সিগারেট টুকরোরা মুখচোরা,
শিখছে স্নান।
নুড়ি ঘেরা বালির স্তূপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ।
এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়।
ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়,
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।
Adorer Nouko In English
Vese Jay adorer nouko
Tomader ghum vange kolkatay
Helojen brishtike rong likhe ghor pathay
Bhikirira shopno paay
Tusarer rajdhani dhuye jaak joshnay
Dhuye jaak adorer pothghat
Vese jaay aramer anchal
Railing er ghum ghore
Tup kore kadlo jol
Adorer Nouko Song Details
- Song : Adorer Nouko & Valley of Flowers
- Vocals : Iman Chakraborty & Shovan Ganguly
- Narration : Kushal Chakraborty
- Music Recreated by : Indrajit Dey
- Poetry : Srijato
- Planning & Direction : Shovan Ganguly & Malay Podder
- Mixing : Arko Sarkar
- Video & Editing : Milton Dostogir
- Original Song Credits :
- Album : Chaw
- Band : Chandrabindoo
- Music Arrangement : Shobhan Mukherjee
- Music Label : Asha Audio Company
Tags:
Lyrics