হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Asol Premer Manik Chinli Na Lyrics (আসল প্রেমের মানিক চিনলি না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Asol Premer Manik Chinli Na Lyrics In Bengali
মনের ভেতর দেখি তোকে
চোখের সামনে দেখিনা,
মন কেঁদে কয় আমারে
তুই তো মানুষ চিনলি না।
আসল প্রেমের মানিক চিনলি না,
খাঁটি সোনার কদর দিলি না,
তুই তো বন্ধু মানুষ ভালা না,
তুই তো বন্ধু মানুষ ভালানা।
তুই আমারে ভুইলা গেলি
মন সে কথা মানে না,
মন সে কথা মানে না।
মনের ঘরে বন্ধুরে তোর এতো আসা যাওয়া,
এতো আসা যাওয়া
আসল প্রেমের মানিক চিনলি না,
খাঁটি সোনার কদর দিলি না,
তুই তো বন্ধু মানুষ ভালানা,
তুই তো বন্ধু মানুষ ভালা না।
বেঁচে থেকে মরার মতন বন্ধু তোরে ছাড়া,
বন্ধু তোরে ছাড়া,
বন্ধু তোরে ছাড়া।
ছন্নছাড়া জীবন আমার তোরে ভালোবাইসা,
তোরে ভালোবাইসা।
আসল প্রেমের মানিক চিনলি না,
খাঁটি সোনার কদর দিলি না,
তুই তো বন্ধু মানুষ ভালানা,
তুই তো বন্ধু মানুষ ভালা না ..
Asol Premer Manik Chinli Na In English
Moner vetor dekhi toke
Chokher samne dekhina
Mon kede koy amare
Tui to manush chinli na
Ashol Premer manik chinlina
Khati sonar kodor dili na
Tui to bondhu manus vala na
Tui to bondhu manush bhala na
Asol Premer Manik Chinli Na Song Details
- Song : Asol Premer Manik Chinli Na
- Singer : Aaysha Eira
- Lyrics : Masuk Mehraj
- Tune : Jimon Rehan Jisan
- Music & Mix Master : Anim Khan
- Group : FAB-5 Musical Group
- Label : KamruL Media
Tags:
Lyrics