হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Gully Boy Part 3 Lyrics (গাল্লিবয় রানা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Gully Boy Part 3 Lyrics In Bengali
পাঁচ লাখ কোটি থেকে পাঁচশত কোটি দাও
তিনশত কোটি দিয়ে স্কুল গড়ে দাও,
দুইশত কোটি দিয়ে বানাও শপিং মল
এই রানা, এই রাজু চল স্কুলে চল।
টিউশন ফিস থেকে টিচারের মাইনে
সরকারের কাছ থেকে কোনোটাই চাইনে,
আবাসিক স্কুলে থাকবে পথশিশু
মার্কেটের আয় দিয়ে চলবে সবকিছু।
ঘাটতির এ বাজেটে টাকা যদি নাই পান
ছোটো করে বলি তবে এইটারো সমাধান,
বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে
হয়ে যাবে পাঁচশত কোটি টাকা ছাড়িয়ে।
মাথাপিছু আয় যদি এত শত ওত হয়
আমার ভাগের টাকা করল কি সঞ্চয়,
চাচ্ছিতো অধিকার, চাচ্ছিনা অনুদান
বাকী রানাদের তরে এইটাই সমাধান।
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
আমাদের বাজেটের আগা আছে মাথা নাই
যার আছে সব আছে যার নাই কিছু নাই,
প্রতিশ্রুতি তুমি পেত্নির ছলনা
দোষ দিবে কার তুমি, কেউ মোরা ভালো না।
সূর্যের ভয়ে চোখ লুকিয়েছো চশমায়
সূর্যটা ডুবে গেলে আমাদেরো ঘুমপায়,
আমাদের মায়েদের ঘুম পাড়ানীর গান
আমাদের কানে এসে জোরে জোরে ধমকায়।
কাশ্মীর গিলে খেলো শকুনের ধান্দা
ফেরাউন, নমরুদ কেউ নাই জিন্দা,
সবার উপর যদি মানুষ সত্য হয়
মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়।
কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই
তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই,
পাচ লাখ কোটি যদি দেশের বাজেট হয়
পাচশত কোটি টাকা এমাউন্ট বেশী নয়।
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
কত রানা বস্তিতে চেয়ে আছে অপলক
তোমরাতো বেচে গেছো পেয়ে বাপ বড়লোক,
ফ্যামিলির হোটেলেতে পেট ভরে খাচ্ছো
ঢাকা থেকে আমেরিকা লন্ডন ঘুরছো।
লাভ নেই কোনো যদি পদ্মায় গাড়ি ছুটে
শিক্ষার আলো এই কপালেতে নাহি জুটে,
অন্ধের চোখ আছে ঐ থাকা থাকা নয়
আমরাও বেঁচে আছি এই বাঁচা বাঁচা নয়।
আদর্ষে কালি ঢেলে ভুলে গেছি চেতনা
চুড়ি পরে বসে আছি তবু মাথা নত না,
ভুলে গেছি রেসকোর্স বন্ধুর সে ভাষণ
তলাফাটা ডিংগিতে তুলেছি সিংহাসন।
পড়ে গেছি খপ্পরে শুনছো কি ভেলকি
মেঠো পথে খুন হলো ভেঙে গেলো পালকি,
রাস্তায় বের হলে ভেতরটা চমকায়
এইভাবে বেঁচে থেকে আমাদের লাভ কী?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
কে বলবে? কেউ আছে?
কে? কেউ নাই?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বোলবে?
Gully Boy Part 3 In English
Shikkhar aalo naki ghore ghore jolbe
Amader ghor nai se kotha ke bolbe?
Amader budget er aga ache matha nai
Jar ache sob ache jar nai kichu nai
Protishruti tumi petnir cholona
Dosh dibe kar tumi keu mora valo na
Gully Boy Part 3 Song Details
- Song : Gully Boy Part 3Rana
- Singer : Tabib & Rana
- Directed/Edited By : Tabib Mahmud
- Dop : Raihan Uddin
- Lyrics : Tabib
- Music Composer : L.M.G Beats
Tags:
Lyrics