Hoyechi Shudu Tomar Lyrics | হয়েছি শুধু তোমার লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Hoyechi Shudu Tomar Lyrics (হয়েছি শুধু তোমার) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Hoyechi Shudu Tomar Lyrics | হয়েছি শুধু তোমার লিরিক্স

Hoyechi Shudu Tomar Lyrics In Bengali

কত যন্ত্রনা, কত বেদনা
হয়নি প্রেম তবুও কম,
শত যাতনা, হয়েছে সাধনা
তোমারই হতে হাজার জনম।
পৃথিবী হায় ছেড়েছি
আমি হয়েছি শুধু তোমার,
ভালোবেসে ভোর হবো
মুছে যাবে ঠিকই যত আঁধার।
ঝড় যত আসুক জীবনে
কখনও ছেড়ে যাবো না,
বেঁধেছি প্রেমের বাঁধনে
আমারই বুকে থাকো না।

পৃথিবী হায় ছেড়েছি
আমি হয়েছি শুধু তোমার,
ভালোবেসে ভোর হবো
মুছে যাবে ঠিকই যত আঁধার।
মন কত বারই পুড়েছে
হেরে তবু যায়নি আমি,
ভালোবাসা শুধু বেড়েছে
আমায় গুছিয়েছো তুমি।

পৃথিবী হায় ছেড়েছি
আমি হয়েছি শুধু তোমার,
ভালোবেসে ভোর হবো
মুছে যাবে ঠিকই যত আঁধার।

Hoyechi Shudu Tomar In English

Koto jontrona koto bedona
Hoyni prem tobuo kom
Shoto jatona hoyeche sadhona
TOmari hote hajar jonom
Prithibi haay cherechi
Ami hoyechi shudhu tomar
Valobeshe bhor hobo
Muche jabe thiki joto andhar

Hoyechi Shudu Tomar Song Details

  • Song : Hoyechi Shudu Tomar
  • Singer : Imran Mahmudul
  • Lyrics : Faisal Rabbikin
  • Tune : Fazbir Taj
  • Music : Rezwan Sheikh
  • Direction : Soumitra Ghose Emon
  • DOP : Kawsar  Ahmed
  • AD : Sourov Niloy
  • Edit : Anjoy Shohag
  • Color : Ashiquzzaman Apu
  • Label : Laser Vision

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন