হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Janala Khule Dao Lyrics (জানালা খুলে দাও) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Janala Khule Dao Lyrics In Bengali
জানালা খুলে দাও
বহুদূর দূরে যাও,
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভরে নাও,
আকাশ ভরে নাও।
নদীর আঁকে-বাঁকে
এই মোড়ের উঠোনে,
দেখো বসে আছে বন্ধু আনমনে।
ওর হাত ছুঁয়ে যাও,
জানালা খুলে দাও
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভোরে নাও,
আকাশ ভোরে নাও।
যদি কোনো রাতে
একা, একা লাগে,
সবাই ঘরে ঘুমে তোমার পথ জাগে।
ভোর হবে হতে দাও,
জানালা খুলে দাও
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভোরে নাও,
আকাশ ভরে নাও।
জানালা খুলে দাও
বহুদূর দূরে যাও,
এ আকাশ ভরে নাও।
Janala Khule Dao In English
Janala khule dao
Bohudur dure jao
Tumi khola mone rod makha meghe dhaka
Akash bhore nao
Nodir anke banke
Ei morer uthone
Dekho bose ache bondhu anmone
Or haat chuye jao
Janala Khule Dao Song Details
- Song : Janala Khule Dao
- Singer : Iman Chakraborty
- Music and Lyrics : Santanu Ghatak
- Music Production : Akshay Menon
- Dop : Subhadeep Bag
- Asst Camera : Giri & Dayal
- Edit : Hiranmay Biswas
- A Creative Media Productions
- Label : Asha Audio
Tags:
Lyrics