হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Mon Boila Kichu Nai Lyrics (মন বইলা কিছু নাই) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Mon Boila Kichu Nai Lyrics In Bengali
চোখের জলে বুক ভাসাইলাম,
চোখের জলে বুক ভাসাইলাম
ফিরাও দেখিস না,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।
দিসলি তুই কথা ওরে
এই আমারি রবি,
দিসলি তুই কথা ওরে
এই আমারি রবি,
রাতারাতি ভুললি আমায়
ভুইলা গেলি সবই।
চোখের জলে বুক ভাসাইলাম,
চোখের জলে বুক ভাসাইলাম
ফিরাও দেখিস না,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।
আমি ছাড়া একলা চলন
পারতি না যে তুই,
মনে কি তোর পড়ে না রে
সেই কথা কিছুই।
তিলে তিলে স্বপন আমার,
তিলে তিলে স্বপন আমার,
পুইড়া করলি ছাই,
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই।
ভুইলা আমায় বাসবী ভালো
তুই আবার কারে,
একটা মানুষ কয়জনারে
মন দিতে পারে।
দেখাইলি তুই যে রূপ আমায়,
দেখাইলি তুই যে রূপ আমায়
মানতে পারি না..
পাষান দিয়া গড়া রে তুই
মন বইলা কিছু নাই ...
Mon Boila Kichu Nai In English
Chokher jole buk vasailam
Phirao dekhis na
Pashan diya gora re tui
Mon boila kichu nai
Disli tui kotha orey
Ei amari robi
Ratarati bhulli amay
Bhuila geli sobi
Mon Boila Kichu Nai Song Details
- Song : Mon Boila Kichu Nai
- Singer : Shofiqul
- Lyrics : Snahashish Ghosh
- Tune & Music : Imran Mahmudul
- Director : Saikat Reza
- Dop : Bikash Saha
- Edit & VFX : Rejaul Raju
- Production : SR Films
- Label: Central Music and Video [CMV]
Tags:
Lyrics