Pagli Re Lyrics | পাগলী রে লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Pagli Re Lyrics (পাগলী রে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Pagli Re Lyrics | পাগলী রে লিরিক্স

Pagli Re Lyrics In Bengali

পাগলীরে আমার মত
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দেবে সুখেরই প্রহর,
তোরই ব্যাথায় দুটি চোখে কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল?
পাগলীরে তোর পাগলামীতে
মন ভেঙ্গে করিসনা দুই,
পাগলীরে এই না আমারে
ছেড়ে কোথায় যাবি তুই?

পাগলিরে আমার মতো
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দিবে সুখেরি প্রহর।

সারা বেলা চোখের পাতা
যতবারি পলক ফেলে,
তার চেয়েও অনেক বেশি
তোর কথা মনটা বলে।

তোরই ব্যাথায় দুটি চোখে কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল?
পাগলীরে তোর পাগলামীতে
মন ভেঙে করিসনা দুই,
পাগলী রে এই না আমারে
ছেড়ে কোথায় যাবি তুই?

ঝরে পড়া নষ্ট ফুলেও
সুন্দর মালা হয়ে যায়রে,
আমার কাছে পাগলি ছাড়া
অন্য কোন উপায় নাইরে।

তোরই ব্যাথায় দুটি চোখে কে হবে রে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল?
পাগলী রে তোর পাগলামীতে
মন ভেঙ্গে করিসনা দুই,
পাগলী রে এই না আমারে
ছেড়ে কোথায় যাবি তুই?

পাগলি রে আমার মতো
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দিবে সুখেরই প্রহর।

Pagli Re In English

Pagli re amar moto keu kii ache tor
Tori dukkhe ene debe sukheri prohor
Tori bethay duti chokhe ke hobe re jol
Elomelo hoye gele ke gochabe bol
Paglire tor paglamite
mon venge koris na dui
Pagli re ei na amare
Chere kothay jabi tui

Pagli Re Song Details

  • Song Name : Pagli Re
  • Album : Iti Tomar Priyo
  • Vocal, Music & Tune : F A Sumon
  • Lyrics : Shohag Waziulla
  • Label : G Series

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন