হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Path Harabo Bolei Ebar Lyrics (পথ হারাবো বলেই এবার) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Path Harabo Bolei Ebar Lyrics In Bengali
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি,
পথ হারাব বলেই এবার পথে নেমেছি।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে,
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে,
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাব বলেই নয়ন মুদেছি,
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে,
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা,
সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা,
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি,
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
Path Harabo Bolei Ebar In English
Poth harabo bolei ebar pothe nemechi
Soja pother dhadhay ami onek dhedhechi
Nishedher paharate chilem rekhe dheke
Se kokhon geche phire amar deke deke
Nayan mele pabar ashay onek kedechi
Ei noyone pabo bolei noyon mudechi
Path Harabo Bolei Ebar Song Details
- Song : Path Harabo Bolei Ebar (1958)
- Album : Chyanika
- Singer : Hemanta Mukherjee
- Music & Lyricist : Salil Chowdhury
- Lyricist: Salil Chowdhury
- Label : Saregama India Ltd
Tags:
Lyrics