হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Rag Kore Thaka Jai Na Lyrics (রাগ করে থাকা যায় না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Rag Kore Thaka Jai Na Lyrics In Bengali
কোন এক পিছুটান
ভেঙ্গে দিলো ব্যবধান
দেখা হয়ে গেলো তাই আবার,
মিলেছি দুটিতে এই আমি কিছুতে
হারাতে দেবো না তোকে আর।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে।
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
ভালোবাসি বলে প্রতিদিন চলে
তোর মনে আসা আর যাওয়া,
থাকতে যদি চাই সেখানে সবসময়
হবে কি তা খুব বেশি চাওয়া।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
মন যখন থাকে ছুঁয়ে কষ্টটাকে
যদি তখন তোর দেখা পাই,
সবকিছু ভুলে প্রিয় সুর তুলে
মনটা ভালো হয়ে যায়।
আমি হেরে বসে আছি তোর কাছে
তবে এই হারে সুখ যে আছে..
তোর ওই হাসি দেখে যায়
ভেঙ্গে একে একে সব অভিমানের আয়না,
তুই তো এমন কেও যার
সাথে কখনো রাগ করে থাকা যায় না।
Rag Kore Thaka Jai Na In English
Kon ek pichutan venge dilo bebodhan
Dekha hoye gelo tai abar
Milechi dutite ei ami kichute
Harate debo na toke aar
Ami here bose achi tor kache
Tobi ei haare sukh je ache
Rag Kore Thaka Jai Na Song Details
- Song: Rag Korey Thaka Jai Na
- Singer : Mahtim Sakib
- Music : Rezwan Sheikh
- Lyrics & Tune : Snahashish Ghosh
- Produced and Distributed by : Central Music and Video [CMV]
Tags:
Lyrics