হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Shopno Tomar Jonno Lyrics (স্বপ্ন তোমার জন্য) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Shopno Tomar Jonno Lyrics In Bengali
জেগে থাকি আমি যখনই
ছবি হয়ে ভাসো,
ঘুমিয়ে থাকি আমি যখনই
দূর থেকে কাছে ডাকো।
ঘুম ঘুম চোখে নেশা জাগাও
প্রেম জোয়ারে মাতাও,
চোখটা বুজলে স্বপ্ন আসে
স্বপ্নে আমার তুমি আসো।
কতনা দিবস-রজনী
ক্লান্ত পথিক আমি,
তোমার আশায় হেঁটে গেছি
দূর বহুদূর।
জেগে থাকি আমি যখনই
ছবি হয়ে ভাসো,
ঘুমিয়ে থাকি আমি যখনই
দূর থেকে কাছে ডাকো।
অকারণ কান্না যত
ঝরেছে তোমার পথে,
অশ্রু গড়িয়ে হয়ে গেছে
বেদনার মহাসিন্ধু।
জেগে থাকি আমি যখনি
ছবি হয়ে ভাসো,
ঘুমিয়ে থাকি আমি যখনি
দূর থেকে কাছে ডাকো।
ঘুম ঘুম চোখে নেশা জাগাও
প্রেম জোয়ারে মাতাও,
চোখটা বুজলে স্বপ্ন আসে
স্বপ্নে আমার তুমি আসো।
Shopno Tomar Jonno In English
Jege thaki ami jokhoni
Chobi hoye vaso
Ghumiye thaki ami jokhoni
Dur theke kache dako
Ghum ghum chokhe nesha jagao
Prem joware matao
Chokhta bujle shopno ashe
Shopne amar tumi asho
Shopno Tomar Jonno Song Details
- Song : Shopno Tomar Jonno
- Album : Bhubon
- Natok : Criminal Love
- Vocal, Tune & Music : Balam
- Lyrics : Jahid Pintu
- Story : Fahrian Chowdhury Tonmoy
- Directed by : Eagle Team
- DoP : Rajon Romm
- Edit : Imratul Islam
- Color : Shamim Hossain
- Label : Eagle Music
Tags:
Lyrics